| সকাল ৭:২৩ - বুধবার - ২৪শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শেরপুরে গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি: ০২ সেপ্টেম্বর ২০১৫, বুধবার,
৪৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০১৫ এর চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অধিনায়কদের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।
আজ ২ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি প্রদান অনুষ্ঠানে উপসি’ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান রিপন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক, নেজারত শাখার ডেপুটি কালেক্টর মো. মাহমুদুর রহমান মামুন, শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমীর প্রধান শিড়্গক মো. হেদায়েতুল ইসলাম প্রমুখ।
উলেস্নখ্য, গত ৩০ আগস্ট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ানত্ম খেলায় ঝিনাইগাতীর মরিয়মনগর উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলে নালিতাবাড়ীর নন্নী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:৫১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০২, ২০১৫