| সকাল ৮:৫৪ - শনিবার - ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২রা জিলকদ, ১৪৪৫ হিজরি

কর্মসূচি বাস্তবায়নে যারা জীবন বাজি রাখবে তাদের নেতৃত্বে নিয়ে আসবেন-খালেদা জিয়া

অনলাইন ডেস্ক, ০১ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার,

দলের পুনর্গঠনে যোগ্য ও দলের প্রতি আনুগত্যশীল নেতাদের নেতৃত্বে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে দলের সিনিয়র নেতাদের ঢাকায় বসে পকেট কমিটি না করার আহ্বান জানিয়েছেন তিনি। আজ সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দলের নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, আমরা সারা দেশে দল গোছানোর কাজ শুরু করেছি। যারা দলের প্রতি আনুগত্যশীল, কর্মসূচি বাস্তবায়নে জীবন বাজি রাখবে তাদের নেতৃত্বে নিয়ে আসবেন। আর ফাঁকিবাজ ও নিষ্ক্রিয়দের পেছনের সারি নিয়ে যাবেন। উপস্থিত সিনিয়র নেতাদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, আপনারা যার যার এলাকায় গিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন। দয়া করে ঢাকায় বসে পকেট কমিটি করবেন না। কারণ অনেক দিন ধরেই আমি আপনাদের সঙ্গে আছি। এলাকার অনেক নেতাকেই আমি চিনি যাদের আপনারাও চিনেন না। তাই পকেট কমিটি করলেও আমি বিশ্বাস করবো না। প্রধানমন্ত্রীর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, হেফাজত হত্যাকা-, বিডিআর হত্যাকা- ও যত গুম-খুনের ঘটনা ঘটেছে সব শেখ হাসিনার নির্দেশে হয়েছে। কারণ উপরের নির্দেশ ছাড়া র‌্যাব ও অন্যান্য এজেন্সি এসব কাজ করতে পারবে না। তাই শেখ হাসিনাকে এসবের দায় নিতে হবে।

সর্বশেষ আপডেটঃ ১২:১০ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ০২, ২০১৫