| রাত ১১:৩৭ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন শারাপোভা

অনলাইন ডেস্ক,৩১ আগস্ট ২০১৫, সোমবার:

ইউএস ওপেন থেকে হঠাৎ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মারিয়া শারাপোভা। বছরের শেষ গ্রান্ড সøাম আসর ইউএস ওপেন শুরু হচ্ছে আজ সোমবার থেকে। প্রথম রাউন্ড আজ তার খেলার কথা ছিল ৩৭ নম্বর বাছাই দারিয়া গাভরিলোভার বিপক্ষে। শনিবার তিনি ফ্লাশিং মিডোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কিন্তু তখনও ইউএস ওপেন থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেননি তিনি। কিন্তু রোববার হঠাৎ করেই নিজের সরে যাওয়ার ঘোষণা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর এ তারকা খেলোয়াড় উইম্বলডনের পর থেকেই হাটুর ইনজুরিতে আছেন। ওই টুর্নামেন্টের পর এখনও কোনো ম্যাচ খেলেন নি। তবে ইনজুরি থেকে ফিরে ইউএস ওপেনে খেলবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘দুর্ভাগ্যক্রমে আমি ইউএস ওপেনে খেলতে পারছি না। টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু সুস্থ্য হওয়ার জন্য এই সময় যথেষ্ঠ ছিল না। আমার ভক্তদের জানাচ্ছি যে, আগামী কয়েক সপ্তাহর মধ্যে সুস্থ্য ফিরতে পারবো বলে আশা করছি। আমি পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষায় আছি।’ ৫ গ্রান্ড সøাম শিরোপাজয়ী ২৮ বছর বয়সী এ রাশিয়ান সুন্দরী ২০১০ সাল থেকে এ পর্যন্ত কোনো গ্রান্ড সøামের প্রথম রাউন্ডে হারেন নি। ২০০৬ সালের শিরোপাজয়ী জায়গায় এবার লড়াই করবেন আরেক রাশিয়ান টেনিস তারকা দারিয়া কাসাতকিনা।

সর্বশেষ আপডেটঃ ১:৩৯ অপরাহ্ণ | আগস্ট ৩১, ২০১৫