| দুপুর ২:১৫ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পাওয়া গেছে আঁচলকে

অনলাইন ডেস্ক,৩১ আগস্ট ২০১৫, সোমবার:

শেষ পর্যন্ত আঁচলকে পাওয়া গেছে। গতকাল তিনি দেলোয়ার জাহান ঝণ্টু পরিচালিত ‘এপার ওপার’ ছবির ডাবিং করেছেন। দেলোয়ার জাহান ঝণ্টু এই তথ্য জানিয়ে বলেন, আঁচল তার খালুর চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিল। বিষয়টি অত্যন্ত জটিল থাকায় যাওয়ার আগে কারও সঙ্গেই যোগাযোগ করতে পারেনি। পরে ঢাকায় এসে যোগাযোগ করে এবং আমার ডাবিং করে দিয়েছে। যেহেতু সে একটা পারিবারিক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল সেহেতু আমি পেছনের সবকিছু ভুলে গিয়েছি। আঁচল সুন্দরভাবে ডাবিং করেছে। আমি বাপ্পি ও আঁচলকে নিয়ে ‘এপার ওপার’ ছবিটি দর্শকদের মনের মতো করে নির্মাণ করছি। আমার বিশ্বাস ছবিটি সবার ভাল লাগবে। সচেতন মিডিয়ার ব্যানারে মো. ইসলামের প্রযোজনায় নির্মিত হচ্ছে প্রেমের ছবি ‘এপার ওপার’।

সর্বশেষ আপডেটঃ ১:০৭ অপরাহ্ণ | আগস্ট ৩১, ২০১৫