| সকাল ৯:৫৭ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় মিথ্যা মামলা প্রত্যাহার ও নারী শিশু নির্যাতনের প্রতিবাদে শহর স্বেচ্ছাসেবক পার্টির বিক্ষোভ

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি, ৩০ আগস্ট ২০১৫, রবিবার: 

ময়মনসিংহের মুক্তাগাছায় এরশাদের বিরম্নদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নারী শিশু নির্যাতনের প্রতিবাদে শহর স্বেচ্ছাসেবকপার্টির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ রবিবার বিকেলে শহর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মুকুল, যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, রেজুন মিয়া, মিজানুর রহমান মিজান, দুলাল উদ্দিন ও সদস্য সচিব আব্দুস সালামের নেতৃত্বে একটি বিক্ষােভ মিছিল স্থানীয় আর, কে হাই স্কুল থেকে শুরম্ন হয়ে শহরের বিভিন্ন রাসত্মা প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে জাপা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখাইনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন, উপজেলা জাপার আহবায়ক মোঃ সুরুজ্জামান মাস্টার, ছাত্র সমাজের উপজেলা আহ্বায়ক মোক্তার হোসেন ও সদস্যসচিব তরম্নন আহমেদ তুরন।

সর্বশেষ আপডেটঃ ১১:১৬ অপরাহ্ণ | আগস্ট ৩০, ২০১৫