| রাত ৪:৩৮ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সরকার জেলে সম্প্রদায়ের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছে–নান্দাইলে -এম.পি তুহিন

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ৩০ আগস্ট ২০১৫, রবিবার:

১৫৪-ময়মনসিংহ- ৯ নান্দাইল জাতীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতান্ত্রিক সরকার জেলে সম্প্রদায়ের সার্বিক কল্যাণে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার লড়্গ্যে সকলকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্ব্প্ন সার্থক হবে। জেলে সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার জেলে ঋণ দেয়ার কথা ভাবছে। তিনি সকলকে আগামী সংসদসহ সকল নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীদের নির্বাচিত করার আহবান জানান।
জাতীয় সংসদ সদস্য তুহিন আজ রবিবার (৩০ আগষ্ট) নান্দাইল পাবলিক হলে জেলে সম্প্রদায়ের মাঝে পরিচয়পত্র বিতরন অনুষ্ঠানে এ সব কথা বলেন। নান্দাইল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচয় পত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, জেলা মৎস্য অফিসার আলেকউজ্জান, আওয়ামীলীগ নেতা এড. আব্দুল আহাদ, রফিক উদ্দিন ভ’ইয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়িকা লুৎফুন্নাহার লাকী, উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের আহবায়িকা মার্জিয়া সুলতানা হাসি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ড. রম্নহুল আমিন। প্রাথমিক ভাবে ২৬৮০ জন জেলেকে পরিচয় পত্র প্রদান করা হয়।  অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী মৎস্য অফিসার মোঃ মোজাম্মেল হক।

সর্বশেষ আপডেটঃ ৯:২৯ অপরাহ্ণ | আগস্ট ৩০, ২০১৫