| রাত ৪:৪৮ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রোনালদোর মৃত্যু ভয়

অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট ২০১৫, শনিবার:

প্রতিপক্ষের ডিফেন্ডার ও গোলরক্ষক তাকে ভয় পান যমের মতো। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ভয় পান অল্প বয়সে মৃত্যুকে। রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ উইঙ্গিার গত মওসুমে নিজ ক্লাবকে বড় কোনো শিরোপা জেতাতে পারেন নি। তবে মওসুমে ক্যারিয়ার সেরা ৬১ গোল করেন তিনি। টানা দুইবার ফিফা ব্যালন ডি’অর জয়ের পর এবার ইউয়েফার বর্ষসেরা পুরস্কার জয়ের লড়াইয়ে হেরে গেছেন লিওনেল মেসির কাছে। আর রোনালদো এবার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত কিছু কথা তুলে ধরলেন সাংবাদিকদের সামনে। অল্প বয়সে মত্যুতে তিনি ভয় পান বলে জানালেন। বলেন, ‘আমার জীবনে সবচেয়ে বড় ভয় অল্প বয়সে মারা যাওয়া। আমি অল্প বয়সে মরতে চাই না। একেবারে বুড়ো হয়ে মরতে চাই। ৮০ থেকে ৯০ বছর বাঁচতে চাই।’ পরিবারের সদস্যদের অনেক ভালবাসেন বলেই অনেকদিন বাঁচতে চান তিনি। বলেন, ‘আমি আমার পরিবারকে অনেক ভালবাসি। আমার পরিবার, বন্ধু ও পুত্রের সঙ্গে সব সময় স্বাভাবিক থাকার চেষ্টা করি। এখন আমার সবচেয় বড় বিনোদন আমার পুত্রের সঙ্গে ফুটবল খেলা। তাদের সঙ্গে থাকার জন্য আমি অনেকদিন বাঁচতে চাই।’ ভক্তদের সঙ্গে সময় কাটানোও তার অনেক বড় আনন্দের বলে জানলেন। বলেন, ‘আমার পাশে সব সময় অনেক মানুষ থাকে। তারা আমাকে উদ্বুদ্ধ করেন। তাদের থেকে আমি অনেক শক্তি পাই। তাদের সঙ্গে সময় কাটাতে আমার অনেক ভাল লাগে। আমি ফুটবল খেলতে এবং ভক্তদের সঙ্গে সময় কাটতে ভালবাসি।’ নিজের লক্ষ্য নিয়ে ৩০ বছর বয়সী এ তারকা বলেন, ‘আমি প্রতি বছর নিজের খেলায় আরও উন্নতি আনতে চাই। এ জন্য আমাকে কটোর পরিশ্রম করতে হয়। তবে এভাবে চলে গত ৯/১০ বছর আমি অনেক কিছু পেয়েছি।

 

 

 

সর্বশেষ আপডেটঃ ৬:৩৩ অপরাহ্ণ | আগস্ট ২৯, ২০১৫