| বিকাল ৫:৫১ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

পরিশ্রম ও চেষ্টায় আসাধ্যকে সাধন করা সম্ভব – এ্যাডভোকেসি ডিরেক্টর চন্দন গোমেজ

স্টাফ রিপোর্টার, ২৮ আগস্ট ২০১৫, শুক্রবার:

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গ্রেটার ময়মনসিংহ অঞ্চলের শিশু সমাবেশ এর ২য় দিনে প্রার্থনা কুঞ্জে খেলাধুলা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।
এ্যাডভোকেসি ডিরেক্টর চন্দন গোমেজ বলেন প্ররিশ্রম ও চেস্টাই কেবল অসাধ্যকে সাধন করা সম্ভব। ”ওয়াল গোল” প্রতিপাদ্যকে সামনে রেখে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে । সিলেট বিভাগ থেকে এ টুর্ণামেন্ট শুরু হবে । অনুষ্ঠানে রিজিওনাল ফিল্ড ডিরেক্টর ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন তার বক্তব্যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ওয়ান গোল বিষয়ক কার্যক্রম খুব সিঘ্রই শুরু করার হচ্ছে। এছাড়াও মো: নাজিম উদ্দিন, ঢাকা ঘাসফুল শিশু ফোরাম এর সাবেক সভাপতি ও বর্তমানে জাতীয় যুব সংগঠন এর সভাপতি তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন । প্রার্থনা কুঞ্জে শিশু ফোরাম সদস্যদের বার্ষিক সমাবেশে ধোবাউড়া উপজেলার ৫ জন প্রমিলা ফুটবল দল শিশু ফোরাম সদস্যদের উৎসাহ প্রদান ও অভিজ্ঞতা বিনিময় করে । দলের ম্যানেজার মফিজ উদ্দিন তাদের সফলতার কাহিনী উপস্থাপন করেন । তিনি আরও বলেন, ফুটবল দলের সদস্যরা ঈদের দিনেও তাদের কসরত বন্ধ করেনি। ফুটবল দলের সদস্যরা বাংলাদেশসহ বিভিন্ন দেশে ইতিমধ্যে খেলেছে এবং দেশের সুনাম বাড়িয়েছে । ফুটবল দলে ওয়ার্ল্ড ভিশন ধোবাউড়া এডিপির দুইজন স্পন্সর শিশু রয়েছে । প্রমিলা ফুটবল দলের সদস্য সানজিদা বলেন, আমি খেলার মাধ্যমে আমি বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিতি করবো । তিনি খেলাধুলার প্রতি ছাত্রীদের এগিয়ে আসার আহবান জানান ।অনুষ্ঠানে তিনি বলেন. নিয়মিত পুষ্টি সমৃদ্ধ খাবার খেয়ে আমাদের ছেলেমেয়েরা সুস্বাস্থ্য নিয়ে বেড়ে উঠবে এবং জাতিক সঠিক নেতৃত্ব প্রদান করতে পারবে ।

সর্বশেষ আপডেটঃ ৯:৪৯ অপরাহ্ণ | আগস্ট ২৮, ২০১৫