নান্দাইলে পূর্ব শক্রতার জের ১ জন খুন

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ২৮ আগস্ট ২০১৫, শুক্রবার,
ময়মনসিংহের নান্দাইল উপজেলা রাজগাতী ইউনিয়নের পাছদরিল্লা গ্রামের আসকর আলী ও বাহার উদ্দিনের মধ্যে পূর্ব শক্রতার জের হিসেবে শুক্রবার (২৯ আগষ্ট) ভোর আনুমানিক সাড়ে ৫টায় বাহার উদ্দিনের প্রতিবেশী আসকর আলী বাড়ীর সম্মুখে আসকর আলীর ছেলে ফজলুর রহমানের নেতৃত্বে বাহার উদ্দিনের উপর হামলা চালিয়ে লাঠিদিয়ে পিটিয়ে মারাত্নক আহত করে। আশংকাজনক অবস্থায় কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর সকাল আনুমানিক ১১ টায় মৃত মদন আলীর ছেলে বাহার উদ্দিন(৪৫) মারা যায়।
গত রমজান ঈদের পূর্বে মোটর সাইকেল সংক্রান্ত একটি গ্রাম্য শালিসে নিহত বাহার উদ্দিন কটু কথা বলায় ফজলুর রহমান পিটিয়ে এর প্রতিশোধ নিয়েছে বলে এলাকাবাসী সূত্রে
জানা গেছে। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেছে।#