| রাত ১১:৩১ - শুক্রবার - ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে জাকাত ট্র্যাজেডিতে নিহত ২৭ পরিবারকে নূরানী জর্দা ফ্যাক্টরির মালিকের নগদ অর্থ প্রদান

 

শাহ আলম উজ্জ্বল, ২৮ আগস্ট ২০১৫, শুক্রবার,
ময়মনসিংহে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে নিহত ২৭ জনের পরিবারের মাঝে আজ শুক্রবার সকালে নূরানী জর্দা ফ্যাক্টরির মালিকের পক্ষ নগদ অর্থ প্রদান করেছেন।

চলতি বছরের ১০ জুলাই ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডের নূরানী জর্দা কারখানা থেকে যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে মহিলা ও শিশুসহ ২৭ জন মারা যায়। এ ঘটনায় নূরানী জর্দা ফ্যাক্টরীর মালিক আলহাজ্ব শামীম ও তার পূত্রসহ ৮ জনকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে ।

পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে নূরানী জর্দা ফ্যাক্টরীর মালিক আলহাজ্ব শামীম আজ শুক্রবার শহরের অতুল চক্রবর্তী রোডের নিজ বাসায় নিহত প্রতিটি পরিবারের স্বজনদের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন, এ সময় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট নূরুল হক ও নূরানী জর্দা ফ্যাক্টরীর মালিকের পরিবারের লোকজন উপসি’ত ছিলেন।

নূরানী জর্দা ফ্যক্টরীর মালীক আলহাজ্ব শামীম জানান, গত পয়ত্রিশ বছর ধরে তিনি একই ভাবে যাকাত দিয়ে আসছেন এমন ঘটনা কোন দিন ঘটেনি, নিহত প্রতিটি পরিবারের মাঝে তার পরিবারের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে।#

সর্বশেষ আপডেটঃ ৫:৩৫ অপরাহ্ণ | আগস্ট ২৮, ২০১৫