| দুপুর ২:২৮ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৩৫ বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

অনলাইন ডেস্ক,  ২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার:

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই আসনবিন্যাস প্রকাশ করা হয়। আগামী ১লা সেপ্টেম্বর থেকে আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হয়ে চলবে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত। আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে ৯ই সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর কেন্দ্রে একযোগে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা হবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে চার ঘণ্টা। আর ১০০ নম্বরের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে তিন ঘণ্টা।
পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোন ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ জানিয়ে কমিশন বলছে, কারো কাছে এসব ডিভাইস পাওয়ার গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। গাণিতিক যুক্তি, গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স বিষয়ের লিখিত পরীক্ষায় প্রার্থীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এর বাইরে ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে প্রার্থীদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হলেও অন্যসব বিষয়ে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে পিএসসি। ৩৫তম বিসিএসের প্রিলিমিনারিতে ২০ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন, এরাই লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

সর্বশেষ আপডেটঃ ১০:০৪ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০১৫