| সকাল ১১:০২ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে শিক্ষার্থী আহত করায় ঘটনায় শিক্ষিকার ২৫ হাজার টাকা জরিমানা

বাজিতপুর সংবাদদাতাঃ-২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার: 

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আন্ত স্কুল হ্যান্ডবল খেলায় বাজিতপুর নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুল বিজয়ী হয় গত সোমবার। পরাজিত বেগম রহিমা উচ্চ বালিকা বিদ্যালয়। পরাজিত হওয়ার ক্ষোভে শারিরিক শিক্ষিকা সুফিয়া আক্তার ও তার শিক্ষার্থীদের উপর আক্রমণে ১১জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। মধ্যে গুরুতর আহত ৫ জনকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা এ জেড এম সারজিল হাসানের নিদের্শে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটি শারিরিক শিক্ষিকাকে দোষী সাবস্ত করা হয়। পরে গত বুধবার দিবাগত রাত ৮ দিকে উপজেলা নিবার্হী কর্মকর্তা এ জেড এম সারজিল হাসান, উপজেলা চেয়ারম্যান মোঃ ছারুওয়ার আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অভিযুক্ত শিক্ষিকা সুফিয়া আক্তার কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা এ জেড এম সারজিল হাসান জানান, আজ বৃহস্পতিবার বিকালে শিক্ষিকাদ্বারা ৫ আক্রান্ত শিক্ষার্থীর বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করবেন এবং প্রত্যেক অভিভাবককে চিকিৎসা বাবদ ৫ হাজার টাকা করে মোট ৫ শিক্ষার্থীর অভিভাবকদের নিকট ২৫ হাজার টাকা তুলে দিবেন বলে জানিয়েছেন। এই সময় এ অভিযানে বাজিতপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বজলুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ মোস্তফা কামাল, সহকারী (ভূমি) কমিশনার গোলাম মোস্তফাসহ ১০-১৫জন অভিভাবক পরিদর্শন করবেন।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৪ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০১৫