| ভোর ৫:৫১ - মঙ্গলবার - ২৩শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৮ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঝিনাইগাতী সোমেশ্বরী বেড়িবাঁধে ভাঙ্গন ॥ ৭টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ২ গ্রাম হুমকির মুখে

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা, ২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উপর দিয়ে বহমান সোমেশ্বরী নদীর আয়নাপুরে বেড়িবাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। গত ক’বছর পূর্বে এলজিইডি এ বেড়িবাঁধ নির্মাণ করে। গত ২১ আগস্ট পাহাড়ী ঢলে এ বেড়িবাঁধের প্রায় ৫০ ফুট ভেঙ্গে যায়। ফলে ৭টি শিড়্গা প্রতিষ্ঠানসহ ২টি গ্রাম হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। শিড়্গা প্রতিষ্ঠান গুলো হচ্ছে- আয়নাপুর উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, দাখিল মাদরাসা, হাফেজিয়া মাদরাসা, প্রাথমিক বিদ্যালয় ২টি, কিন্টার গার্ডেন স্কুলসহ ২টি গ্রাম, ১টি স্বাস্থ্য কমপেস্নক্স, পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবন, বাজার হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। বেড়িবাঁধের উজানে স্থানীয় কতিপয় ব্যক্তি স্যালো মেশিনে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারনে বেড়িবাঁধটি ভেঙ্গে যায় বলে গ্রামবাসীরা জানায়। বর্তমানে বেড়িবাঁধের পাশে আয়নাপুর ও নাচনমোহরী ২টি গ্রামের বাসিন্দা’রা আতঙ্কের মধ্যে রয়েছে। গ্রামবাসীদের মতে জরুরী ভিত্তিত্বে এ বেড়িবাঁধটি সংস্কার করা না হলে উলেস্নখিত ২টি গ্রামসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিলীন হয়ে যাওয়ার আসংকা রয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলামের সাতে কথা হলে তিনি বিষয়টি উপর মহলে জানিয়েছেন বলে জানান।

সর্বশেষ আপডেটঃ ৬:১৪ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০১৫