মদনে শ্রমিকের লাশ উদ্ধার

মদন (নেত্রকোণা)প্রতিনিধি :২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার:
নেত্রকোণা মদন উপজেলার দেওয়ান বাজারের মাছমহল থেকে বৃহস্পতিবার পূর্বজাহাঙ্গীরপুর গ্রামের মৃত রতন মিয়ার ছেলে লিয়াকত আলী (৫০) নামে ১ শ্রমিকের লাশ উদ্ধার করেছে মদন থানার পুলিশ । থানা ও পারিবারিক সূত্রে জানা যায়,প্যারালাইসিসের রোগী শ্রমিক নিয়াকত আলী প্রতিদিনে ন্যায় ভোরে দেওয়ান বাজারের আসে পাশে হাটাচড়া করত। বৃহস্পতিবার সকালে বাজারের লোকজন তার লাশ দেখতে পেয়ে বাড়ীর লোকজন ছোটে এসে পুলিশকে খবর জানালে পুলিশ তার লাশ উদ্বার করে।উদ্বার করার সময় তার গলায় গামছা ও দড়ি ছিল। এ ব্যাপারে ওসি এস এম মফিজুল ইসলাম জানান,তার লাশ ময়না তদনেত্মর জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলা হয়েছে।