| দুপুর ১:১৬ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে ভাসমান সবজি ও মসলা উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ

কিশোরগঞ্জ প্রতিনিধি, ২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার:
কিশোরগঞ্জে ভাসমান সবজি ও মসলা উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিএসএম জাফর উলস্নাহ্‌। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফ, ইউএনও মোহাম্মদ আবু নাসের বেগ, ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কামরম্নন্নাহার লুনা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরম্নল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরম্নবা আক্তার প্রমুখ বক্তৃতা করেন। সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বন্যা ও জলাবদ্ধতা প্রবন এলাকায় জলবায়ু পরিবর্তন অভিযোজন কৌশল হিসাবে ভাসমান সবজি ও মসলা উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ৬০ জন কৃষাণ-কৃষাণীকে এ প্রশিড়্গণ প্রদান করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৫:৩২ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০১৫