| ভোর ৫:০৯ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পাকিস্তান সুপার লীগে ২ বাংলাদেশী

অনলাইন ডেস্ক,২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার:

গাট বেঁধেই নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০১৩ ও ২০১৪ দুই বছর তারা পাকিস্তান সুপার লীগ (পিএসএল) আয়োজনের পরিকল্পনার কথা জানায়। কিন্তু স্পন্সর প্রতিষ্ঠানের অনীহা ও অন্যান্য সমস্যার কারণে সে পরিকল্পনা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তবে এবার পিএসএল আয়োজনে নিজেদের দৃঢ় প্রত্যায়ের কথা জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। আগামী বছর ফেব্রুয়ারিতে কাতারে রাজধানী দোহায় পিএসএলের প্রথম আসর হতে যাচ্ছে বলে পিসিবি’র নির্বাহি কমিটির এ সদস্য জানালেন। যে টুর্নামেন্টের মোট প্রাইজ মানি ধরা হয়েছে ১ মিলিয়ন ডলার। আর এ টুর্নামেন্টে বাংলাদেশের দু’জন খেলোয়াড় খেলবেন বলে জানিয়েছে তারা। টার্গেটকৃত বিদেশী ১৫ খেলোয়াড়ের তালিকায় আছে তাদের নাম। তবে এখনও তাদের নাম প্রকাশ করেনি পিসিবি। এ টুর্নামেন্ট আসলে হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু আগামী বছর ফেব্রুয়ারিতে আমিরাতের স্টেডিয়ামগুলো ‘মাস্টার্স চ্যাম্পিয়নস লীগ’-এর জন্য ভাড়া দেয়া হয়ে গেছে। পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরামের তত্ত্বাবধানে সাবেক ক্রিকেটারদের নিয়ে মাস্টার্স চ্যাম্পিয়ন্স লীগ আয়োজন করা হবে। এতে বাধ্য হয়ে পিসিবি পিএসএলের প্রথম আসরকে দোহায় আয়োজন করার পরিকল্পনা করেছে। লাহোর, করাচি, পেশাওয়ার, ইসলামাবদ ও কোয়েটা নামে টুর্নামেন্টে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে। আগামী ৪ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট হবে ২৪ ম্যাচ। ভারত ছাড়া বিশ্বের টেস্ট খেলুড়ে  যে কোনো দেশের খেলোয়াড়রা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। পিসিবি ইতিমধ্যে বিশ্বের ৪০ জন খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছে জানালেন নাজাম শেঠি। এরমধ্যে ২৫ জনই পিএসএলে খেলার জন্য রাজি হয়েছে বলে তিনি জানালেন। আর এ ২৫ জনের মধ্যে ১৫ জনই বিশ্বমানের খেলোয়াড় বলে তিনি জানিয়েছেন। পিসিবি’র প্রস্তাবিত বিদেশী খেলোয়াড়দের নামের প্রাথমিক তালিকায় ওয়েস্ট ইন্ডিজের ৪ এবং শ্রীলঙ্কা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ২ জন করে খেলোয়াড় আছেন বলে জানা গেছে। ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) প্রথম দুই আসরের পরই পাকিস্তানের খেলোয়াড়রা উপেক্ষিত। পিসিবির এই আয়োজনে তাদের দেশের খেলোয়াড়রা বিদেশী নামি খেলোয়াড়দের সঙ্গে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। তবে পাকিস্তানের খেলোয়াড়দের যেহেতু আইপিএলে নেয়া হয় না, তাই পিএসএলে ভারতীয় খেলোয়াড়দেরও নেয়া হবে না। আর ২০০৯ সালে পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাসের ওপর সন্ত্রাসী হামলার পর জিম্বাবুয়ে ছাড়া কোনো আন্তর্জাতিক দল পাকিস্তনে সফর করেনি। এ কারণে, দেশের মাটিতে তারা পিএসএল আয়োজন করতে পারছে না।

সর্বশেষ আপডেটঃ ৪:০০ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০১৫