| বিকাল ৫:১০ - রবিবার - ২৪শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রমজান, ১৪৪৫ হিজরি

যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের হত্যাকারী তাদেরই সাবেক সহকর্মী

অনলাইন ডেস্ক,২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার:

যুক্তরাষ্ট্রে সরাসরি সম্প্রচারের সময় ২ টিভি সাংবাদিককে হত্যাকারীর পরিচয় জানা গেছে। ব্রাইস উইলিয়ামস নামে ওই ব্যাক্তি ছিলেন তাদেরই এক সাবেক সহকর্মী। নিহত ওই ২ সাংবাদিকের মতো তিনিও একসময় ডব্লিউডিবিজে টিভিতে কাজ করতেন। কিন্তু ২ বছর আগে তাকে সেখান থেকে বরখাস্ত করা হয়। টিভি প্রতিবেদক অ্যালিসন পার্কার ও ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ডকে গতকাল স্থানীয় সময় সকালে একটি সরাসরি সম্প্রচার চলাকালীন গুলি করে হত্যা করেন ব্রাইস। অবশ্য সাবেক সহকর্মীদের ৮টি গুলিতে ঝাঁঝরা করে দিয়ে তিনি নিজেও কয়েকঘন্টা পর আত্মহত্যা করেছেন।  সে সময় ওই ২ সাংবাদিক এক নারীর সাক্ষাৎকার নিচ্ছিলেন। ওই নারীও গুলিবিদ্ধ হন। তবে বর্তমানে তিনি ভালো অবস্থায় রয়েছেন। এ খবর দিয়েছে সিএনএন। হত্যাকারী সাবেক সাংবাদিক তথা প্রতিবেদক ব্রাইস বেশ কয়েকটি টিভি ষ্টেশনে চাকরি করেছেন। কৃষ্ণাঙ্গ ব্রাইস একবার তার সাবেক নিয়োগদাতার বিরুদ্ধে ফ্লোরিডায় বর্ণবাদের অভিযোগে মামলা করেছিলেন। অবশ্য পরে আদালতের বাইরেই তার নিস্পত্তি হয়। ওদিকে নিহত দুই সাংবাদিক অ্যালিসন পার্কার ও অ্যাডাম ওয়ার্ড ছিলেন স্বামী-স্ত্রী।  নিজেকে হত্যার আগে বুধবার ব্রাইস টুইটারে দাবি করেন, তার হাতে নিহত সাংবাদিক পার্কার আগে বর্ণবাদী মন্তব্য করেছেন। এছাড়া পার্কারের স্বামী ওয়ার্ডের সঙ্গে কাজ করতেন ব্রাইস। সে সময় কিছু একটা নিয়ে মানবসম্পদ বিভাগে ব্রাইসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ওয়ার্ড। ব্রাইসের টুইটার অ্যাকাউন্টে হত্যাকা-ের একটি ভিডিও আপলোড করা হয়। তিনি গুলি চালানোর সময় এ ভিডিও ধারণ করেছিলেন। নিজের ফেসবুক পেইজেও এ ভিডিওটি আপলোড করেন তিনি। যদিও কয়েক মিনিটের মাথায় উভয় সাইটই ব্রাইস উইলিয়ামসে অ্যাকাউন্ট বাতিল করে দেয়।

সর্বশেষ আপডেটঃ ১২:৫১ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০১৫