| রাত ১১:৩১ - শুক্রবার - ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আ’লীগ সভাপতি

ঝিনাইগাতী সংবাদদাতা,২৬ আগস্ট ২০১৫, বুধবার: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গত ২২ আগস্টের উজান থেকে নেমে আসা ভয়াবহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম। তিনি গতকাল বুধবার উপজেলার আয়নাপুর, দুপুরীয়া, পানবর, বিলাসপুর, নাচনমুহুরী, দাড়িয়ারপাড়, ধানশাইল, বাগেরভিটা, কোচনীপাড়া, কান্দুলী, কালিনগর, জরাকুড়া, পাইকুড়া, দড়িকালিনগরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি পাহাড়ী ঢলে ক্ষতিগ্রসত্ম মানুষের দুঃখ, কষ্টে সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। ২১ আগস্ট বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে নিহত গান্ধিগাও গ্রামের চন্দ্র শেখরের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। এ সময় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বিপদ-আপদে আজীবন পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৮:১১ অপরাহ্ণ | আগস্ট ২৬, ২০১৫