| সকাল ৯:২৬ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে নান্দাইলে সরকারী মহিলা মার্কেটের ১২টি দোকান ভেঙ্গে ৩ শতাংশ জমি দখলের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার, ২৬ আগস্ট ২০১৫, বুধবার: 
নান্দাইলে সরকারী অর্থায়নে সরকারী জায়গায় নির্মিত মহিলা মার্কেটের ১২ টি দোকান ভেঙ্গে মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির ও তার সহযোগীরা জোরপূর্বক দখল করে প্রয়াত আওয়ামী লীগ নেতার রফিক উদ্দিন ভুইয়া স্মৃতি সংসদ করার অভিযোগ তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহানুর আলম গত ২৩ আগস্ট’১৫ তারিখে জেলা প্রশাসকের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরিত প্রতিবেদনে জানা যায়, নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণের জন্য নান্দাইল মৌজায় ৮ শতাংশ জমি বরাদ্দ দেয়া হয়। গত ২০ ফ্রেব্রয়ারি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক.ম. মোজাম্মেল হক। নান্দাইল কমান্ডার মাজহারুল হক ফকির তার কতিপয় সহযোগী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সরকারিভাবে নির্মিত মহিলা মার্কেটের ১২টি দোকান ভেঙ্গে আরো ৩শতাংশ জমি দখল করে নেন। সেখানে মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভুইয়ার নামে স্মৃতি সংসদ ভবন করার নামে দখল করেন। স্মৃতি সংসদের নামে সরকারী বরাদ্দ না পেয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে গত ২০ জুন’১৫ সরকারী স্থাপনা মার্কেটটি ভেঙ্গে জমি দখল্‌ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মিত হলে মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভুইয়ার নামে আলাদা স্মৃতি সংসদ ভবন নির্মাণের কোন প্রয়োজন নেই। মার্কেটের জমিটি অবৈধ দখলমুক্ত করতে একাধিকবার উদ্যোগ গ্রহণ করলেও কমান্ডার মাজহারুল হক ফকির তার কতিপয় সহযোগী বিভিন্নভাবে বাধা প্রদান করে আসছেন। ফলে মহিলা মার্কেটের দোকানীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এনিয়ে নান্দাইল ব্যবসায়ীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আইন-শৃংখলা অবনতি ঘটতে পারে। এব্যাপারে ব্যবসায়ীরা জানান, দোকানগুলো ভেঙ্গে দেয়ায় মালামালসহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। মার্কের্টের ক্ষতিগ্রস্থ দোকানীরা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক.ম. মোজাম্মেল হক বরাবরে এর প্রতিকার চেয়ে আবেদন করেছেন। এনিয়ে স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসন একাধিকবার দেন দরবার করে কোন সমাধান করতে ব্যর্থ হয়েছেন। ##

সর্বশেষ আপডেটঃ ৮:১৭ অপরাহ্ণ | আগস্ট ২৬, ২০১৫