ফুলবাড়ীয়ায় অর্ধ গলিত লাশ উদ্ধার

ফুলবাড়ীয়া ব্যুরো ঃ ২৬ আগস্ট ২০১৫, বুধবার:
ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের বালাশ্বর গ্রাম থেকে বুধবার বেলা ৩টার দিকে হাদীস (৩২) নামক এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কের বালাশ্বর করত্তাকরি বিল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। তার বাড়ী নেত্রকোণা জেলার ঠাকুরগোনা থানার মোসলেম উদ্দিনের ছেলে বলে জানা গেছে। এস আই আ. মান্নান জানান, ধারনা করা হচ্ছে ৪/৫দিন আগে দুবৃত্তরা হত্যা করে লাশ বিলে ফেলে রেখে যায়।