| সকাল ১০:৫৯ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সরকারের নির্দেশেই ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়…..বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম

 

জামালপুর প্রতিনিধি, ২৩ আগস্ট ২০১৫, রবিবার,
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, তৎকালীন সরকার প্রধানের নির্দেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যাসহ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার পরিকল্পনা করা হয়েছিল। সরকার প্রধানের নির্দেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় এই হামলা চালানো হয়। এখন সব তথ্য বের হয়ে আসছে।
তিনি রোববার জামালপুর পাবলিক হলে জেলা পুলিশের কমিউনিটি মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। পুলিশ সুপার মোঃ নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, সংসদ সদস্য মামুনুর রশীদ জোয়ার্দ্দার, সিভিল সার্জন ডাঃ মোশায়ের উল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মীর্জা সাখায়াতুল আলম মনি, দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুজায়েত আলী সুজা প্রমূখ।
মত বিনিময় সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, মসজিদের ইমাম, কাজীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।#

সর্বশেষ আপডেটঃ ১০:২৭ অপরাহ্ণ | আগস্ট ২৩, ২০১৫