| রাত ১২:১৬ - শনিবার - ১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীয়ায় জাতীয় শোক দিবস পালন

 

ফুলবাড়িয়া ব্যুরো ঃ ১৫ আগস্ট ২০১৫, শনিবার:

আজ শনিবার ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, শিক্ষা-প্রতিষ্ঠানের উদ্যোগে দিনভর নানা কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবসটি উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসন- জাতীয় পতাকা অর্ধনমিত করণ, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সকাল সাড়ে ৮টায় উপজেলা শিক্ষা অফিসের সামনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও উপজেলা পরিষদ হলরম্নমে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
পরে পরিষদ হলরম্নমে উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এ্যাডভোকেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) আফরোজা আখতার, পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু বকর সিদ্দিক, বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয় পরিচালনা পর্যদ সভাপতি এড. ইমদাদুল হক সেলিম। বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব, উপজেলা স্বাস’্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. একেএম সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আহ্‌াসানুল বাসার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক কেবিএম আমিনুল ইসলাম খাইরম্নল, প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, ফুলবাড়ীয়া প্রেসক্লাব সভাপতি মো. নুরম্নল ইসলাম খান, প্রধান শিড়্গক মো. আব্দুল হাই, যুবলীগ সভাপতি মো. রম্নহুল আমিন, কৃষলীগ সভাপতি উসমান গনি, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরম্নজ্জামান, ছাত্রলীগ সভাপতি মো. হারম্নন অর রশিদ হারম্নন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আওয়ামীলীগ নেতা আ. কদ্দুস মাস্টার।
আওয়ামীলীগ ঃ সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করণ ও কলো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, শোকর‌্যালী নিয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদড়্গিন, মু্‌ক্িতযোদ্ধের স্মৃতিসৌধে পুসত্মবক অর্পণ, দলীয় কার্যালয়ে কাঙ্গালী ভোজ ও বিকেলে আলোচনা সভা।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এ্যাডভোকেট। এসময় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এড. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি এম এ জব্বার, প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, যুবলীগ সভাপতি মো. রম্নহুল আমিন, কৃষলীগ সভাপতি উসমান গনি, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরম্নজ্জামান, ছাত্রলীগ সভাপতি মো. হারম্নন অর রশিদ হারম্নন প্রমুখ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
ফুলবাড়ীয়া কে আই ফাজিল মাদ্‌রাসা ঃ ভারপ্রাপ্ত অধ্যড়্গ মো. ইউনুছ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিড়্গক সহকারী অধ্যাপক মাও. নূরম্নল আলম সিদ্দিকী, একেএম শামসুজ্জোহা, প্রভাষক মাও. মো. শামছুদ্দিন, শিড়্গক মো. রফিকুল ইসলাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন উপাধ্যড়্গ মাও. মো. আব্দুর রাজ্জাক। এর আগে ভারপ্রাপ্ত অধ্যড়্গের নের্তত্বে শিড়্গক ও শিড়্গার্থী নিয়ে শোক র‌্যালী অনুষ্ঠিত হয়।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ঃ শোক র‌্যালি, জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পসত্মবক অর্পণ, আলোচনাসভা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, দেশাত্বকবোধক গান, দোয়া ও কাঙ্গালি ভোজ। কলেজ হল রম্নমে অধ্যক্ষ সাইদুল হক হিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজ পরিচলনা পর্ষদের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম। অনুষ্ঠানের ২য় পর্বে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জয়নাল আবেদিন।

পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ ঃ অধ্যক্ষ এ কে এম শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্যদ সভাপতি ডা. তোফাজ্জল হোসেন। এতে শিক্ষক, ছাত্র, ছাত্রীরা বক্তব্য রাখেন।
ইসলামীয়া কলেজ ঃ অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. গোলাম মোসত্মফা। বিশেষ অতিথি পৌর আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ফজলুল কাদের বুলবুল। বক্তব্য রাখেন প্রভাষক সিরাজুল ইসলাম মিন্টু, হারম্ননুর রশীদ উজ্জল, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি কৃষিবিদ ফেরদৌস সিদ্দিকী পাভেল, সাধারণ সম্পাদক মোহতাছেম বিলস্নাহ শাহীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি অছেক বিলস্নাহ শামীম, ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সারওয়ার হোসেন ও ফখরম্নল ইসলাম। কুরাআন ও দোয়া পরিচালনা করেন প্রভাষক মো. আরজ উল্যাহ।
ফুলবাড়ীয়া রয়েল কলেজ ঃ ফুলবাড়ীয়া রয়েল কলেজ ভবনে কলেজের অন্যতম পরিচালক মো: রবিউল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ অধ্যড়্গ হুসাইন মুহাম্মদ জোবায়ের।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭১ এর দীর্ঘ স্বাধীনতা সংগ্রামে বাংলার জনগন যার নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তার নাম মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। তিনি ছাত্র-ছাত্রীদেরকে স্বাধীনতার স’পতি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের জীবনী পড়ার উদাত্ত আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন- প্রভাষক মাহমুদা আক্তার, প্রভাষক তানভীর আহমেদ খোকন, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক সারমিন সুলতানা, বিশিষ্ট্য সাংবাদিক মো: সেলিমুলস্নাহ প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ ও দেশের মানুষের সার্বিক মঙ্গল কামণায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মো: শফিকুল ইসলাম।

পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় ঃ প্রধান শিড়্গক একেএম সায়ফুল ইসলাম কাজল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক সালমা আক্তার, মোফাজ্জল হোসেন, আতিকুল ইসলাম, আ. আজিজ ও শামসুল হক। কুরআন তেলাওয়াত করেন মাও. লুৎফুর রহমান।
ছনকান্দা দাখিল মাদ্‌রাসা ঃ সুপার মো. ছানাউলস্নাহ এর সভাপতিত্বে কুরআন তেলাওয়াত করেন ক্বারী মোঃ আব্দুল মজিদ। বক্তব্য রাখেন শিড়্গক আবুল কালাম আজাদী, মাকছুদা বেগম, আবুল কালাম ফরাজী, একেএম হুদা ফরাজী, গোলাম মোসত্মফা, মোশাররফ হোসেন, অভিভাবক সদস্য মো. লাল মাহমুদ খান প্রমুখ। দোয়া পরিচালনা করেন সহ সুপার মাও. মো. হাবিবুর রহমান।
হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ঃ শিক্ষার্থীরা সবাই টিফিনের পয়সা বাঁচিয়ে জাতীয় এ দিবসে হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দেয়াল পত্রিকা ‘দীপশিখা’ নামে তা দান করে এই দেয়াল পত্রিকা।

সর্বশেষ আপডেটঃ ৭:২৩ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০১৫