| সকাল ৭:১৪ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

অনলাইন ডেস্ক,  ১৫ আগস্ট ২০১৫, শনিবার:
জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে। শনিবার সকালে প্রেস ক্লাবের রিসিপশনের সামনে স্থাপিত ম্যুরালটি উন্মোচন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। ম্যুরালটি উন্মোচনের পর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।  পরে ইকবাল সোবহান চৌধুরী বলেন, জাতীয় প্রেসক্লাবের জন্য এ জায়গাটি বঙ্গবন্ধুই দান করেছিলেন। কিন্তু এতোদিন আমরা তার মর্যাদা দিতে পারিনি। এটি ছিল আমাদের জন্য লজ্জার। তিনি বলেন, এ প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে ঐতিহাসিক ঘটনা ঘটেছে জাতীয় প্রেসক্লাবে।  প্রেসক্লাবের জন্য আজ এক স্মরণীয় দিন। প্রতিকৃতি উন্মোচনের পর জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিইউজের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১:১৯ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০১৫