‘বন্দুকযুদ্ধে’ ৬ বাঘ শিকারি নিহত
অনলাইন ডেস্ক | ৯ আগস্ট ২০১৫, রোববার,
খুলনার কয়রা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৬ বাঘ শিকারি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের ৫ সদস্য। রোববার বিকালে উপজেলার সুন্দরবন সংলগ্ন মান্দারবাড়িয়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তিনটি বাঘের চামড়া ও পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার বলেন, নিহতরা সবাই বাঘ শিকারী। তারা বনে বাঘ হত্যা করতো।