| দুপুর ২:২৪ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে পাশের হার ৫৭, ১৫৬ জিপিএ-৫ ৪৪ কলেজের মধ্যে ২৯ কলেজ জিপিএ-৫ শূণ্য

 

সিম্মী আহাম্মেদ, কিশোরগঞ্জ ,৯ আগস্ট ২০১৫, রোববারঃ
ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জের সরকারি গুরম্নদয়াল কলেজ জেলায় ঈর্ষণীয় ফল অর্জন করেছে। কলেজটির ১ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ২৫৯ জন, পাশের হার শতকরা ৮৬.৪৭ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০২ জন। জেলার ১৩টি উপজেলার ৪৪টি কলেজের মোট ১৪ হাজার ৩৩৯ জন পরীড়্গার্থীর মধ্যে পাশ করেছে মোট ৮ হাজার ১৭৭ জন, যা শতকরা ৫৭.০৩ ভাগ। জেলায় উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে ১৫৬ জন জিপিএ-৫ পেয়েছে। ৪৪টি কলেজের মধ্যে ২৯টি কলেজ থেকে কোন পরীক্ষার্থীর জিপিএ-৫ পায়নি। সরকারি গুরম্নদয়াল কলেজ ছাড়া জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ থেকে ২১, বাজিতপুর আফতাব উদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮, কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজ থেকে ৬, ভৈরব হাজী আসমত কলেজ থেকে ৪, বাজিতপুর কলেজ থেকে ৩, কটিয়াদী কলেজ থেকে ২, হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজ থেকে ২, ভৈরব জিলস্নুর রহমান মহিলা কলেজ থেকে ২, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ থেকে ১, পাকুন্দিয়া কলেজ থেকে ১, করিমগঞ্জ কলেজ থেকে ১, এসআরডি শামছ উদ্দিন ভূঁইয়া কলেজ থেকে ১, আরএস আইডিয়েল কলেজ থেকে ১ ও বাজিতপুর হাজী অ্যাডভোকেট ওসমান গণি মডেল কলেজ থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে। কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের ৬৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২৭ জন পাশ করেছে, যা শতকরা ৬১.১৭ ভাগ। তবে কলেজটি থেকে কেউ জিপিএ-৫ পায়নি। একই অবস’া জেলা সদরের ওয়ালীনেওয়াজ কলেজেরও। কলেজটির ৮১১ জন পরীক্ষার্থীরর মধ্যে ৪০৫ জন পাশ করেছে, যা শতকরা ৪৯.৯৪। জিপিএ-৫ শূণ্য অন্য কলেজগুলোর মধ্যে কুলিয়ারচর কলেজের ৩৮৫ জন পরীক্ষার্থীরকর মধ্যে পাশ করেছে ১৩১ জন, যা শতকরা ৩৪.০৩ ভাগ। অষ্টগ্রাম রোটারী কলেজের ২৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০২ জন, যা শতকরা ৪৩.৯৭ ভাগ। মিঠামইন কলেজের ২৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩৪ জন, যা শতকরা ৪৫.৪২ ভাগ। তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজের ৪৫০ জন পরীক্ষার্থীরর মধ্যে পাশ করেছে ৩১৩ জন, যা শতকরা ৬৯.৫৬ ভাগ। ইটনা কলেজের ৩৯৬ জন পরীক্ষার্থীরর মধ্যে পাশ করেছে ২১১ জন, যা শতকরা ৫৩.২৮ ভাগ। হোসেনপুর কলেজের ৩৩০ জন পরীক্ষার্থীরর মধ্যে পাশ করেছে ১৪৮ জন, যা শতকরা ৪৪.৮৫ ভাগ। নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের ৪১৫ জন পরীক্ষার্থীরর মধ্যে পাশ করেছে ৩১৮ জন, যা শতকরা ৭৬.৬৩ ভাগ।

 

সর্বশেষ আপডেটঃ ৯:১৮ অপরাহ্ণ | আগস্ট ০৯, ২০১৫