| সকাল ১১:০৬ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে হুমাইপুর কমর আলী খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সাবান উৎসব

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ- ৯ আগস্ট ২০১৫, রোববার,
বাজিতপুর হাওর বেষ্টিত ইউনিয়ন হুমাইপুর কমর আলী খান উচ্চ বিদ্যালয়ে আজ রবিবার সকাল ১১টার দিকে স্কুল চত্বরে ২শত ৫৪জন ছাত্র-ছাত্রীদের হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে সকল শিড়্গার্থীদের সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করানো হয়। বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি মোঃ কাইয়ুম খান হেলালের সভাপতিত্বে প্রত্যেক শিড়্গার্থী নিজ অর্থায়নে ১টি করে সাবান নিয়ে আসে এবং প্রতিষ্ঠানকে ১বছরের জন্য সাবান প্রদান করা হয়। এই সময় অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সাবান দিয়ে হাত পরিস্কার করে প্রত্যেকে হাতে সাবান নিয়ে হাত উচুঁ করে অঙ্গিকার ব্যক্ত করেন, “নিজেরা হাত পরিস্কার রাখব পরিবার ও প্রতিষ্ঠানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলব”। এই অনুষ্টানের বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিড়্গক মাহাবুবুল আলম, উপজেলা ব্র্যাক ওয়াশের উপজেলা ব্যবস’াপক মোঃ সাইফুল ইসলাম, সহকারী শিড়্গক খন্দকার জাহাঙ্গীর আলম, সহকারী শিড়্গক মফিজ উদ্দিন, মোঃ মানিক মিয়া ও ব্র্যাক ওয়াশের সুপার-ভাইজার মোঃ আলতাফ হোসেন ও ইউপি সচিব মোঃ আলী প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৭:৩৮ অপরাহ্ণ | আগস্ট ০৯, ২০১৫