শ্রীবরদীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

শ্রীবরদী প্রতিনিধি ঃ ৯ আগস্ট ২০১৫, রোববার,
“আদিবাসী জাতি সমূহের জীবন ধারা উন্নয়ন নিশ্চিত করুন” এ স্লোগানকে সামনে রেখে গতকাল ৯ই আগষ্ট রোববার শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান-বর্তী বাবেলাকোনা গ্রামে উদযাপিত হয়েছে আন-র্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষ্যে আদিবাসী ক্লাস্টার উন্নয়ন ফোরাম, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, গ্রাম উন্নয়ন কমিটি ভিডিসি এর যৌথ উদ্যোগে আদিবাসী পোশাকের সু-সজ্জিত নারী পুরুষদের বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স’ানীয় বাবেলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সকালে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করেন দিগলাকোনা ধর্মপল্লীর রেভা ফাদার শেখর পেরেরা সিএসসি পাল পুরোহিত। এসিডিএফ বাবেলাকোনা ক্লাষ্টারের সভাপতি বর্ষিয়ান আদিবাসী নেতা মিঃ হোসিও ম্রং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান ও শ্রীবরদী উপজেলা বি.এন.পি’র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন বিশিষ্ট গবেষক ও লেখক মিঃ বাধন আরেং, বালিজুরী রেঞ্জ কর্মকর্তা তারিকুল ইসলাম, বাবেলাকোনা আপসান ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মিঃ স্মৃতি কুমার মৃ, বালিজুরী আদিবাসী ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মিঃ রতন বনোয়ারী, শ্রীবরদী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স’ানীয় ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মিঃ ভুপেন্দ্র মান্দ্রা, বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস কর্নিয়া মৃ। এসময় অন্যান্যের মধ্যে কারিতাস আইসিডিপি’র কর্মকর্তা অতুল ম্রং, শ্রীবরদী প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, সাধারণ সম্পাদক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, বালিজুরী সদর বিটের ফরেষ্ট বিট কর্মকর্তা নহশ হাজং, সাংবাদিক রমেশ সরকার, আব্দুল বাতেনসহ অনেকেই উপসি’ত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন-আদিবাসী নেতা প্রাঞ্জল এম সাংমা।