| রাত ৪:০৮ - বৃহস্পতিবার - ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীলঙ্কা-ভারতের টেস্ট দল ঘোষণা

অনলাইন ডেস্ক, ৮ আগস্ট ২০১৫, শনিবার:

তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্বাগতিক শ্রীলঙ্কা আর সফরকারী ভারত তাদের স্কোয়াড ঘোষণা করেছে। লঙ্কান দলে ১৬ জনের ঠাঁই হলেও টিম ইন্ডিয়া ১৫ সদস্যের দল ঘোষণা করে।

শ্রীলঙ্কার কিংবদ্বন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার বিদায়ী সিরিজে তার সঙ্গে স্বাগতিক দলে সাদা পোশাকে অভিষেক ঘটতে পারে দু’জনের। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২-১ এ টেস্ট সিরিজ হারা শ্রীলঙ্কার হয়ে আসন্ন সিরিজে নতুন মুখ পেসার বিশ্ব ফার্নান্দো। সীমিত ওভারে দলের ওপেনিং ব্যাটসম্যান কুশল পেরেরার এ সিরিজ দিয়ে সাদা পোশাকে অভিষেক হতে পারে।

ফার্নান্দো প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৪ ম্যাচ খেলে ৯৮ উইকেট দখল করেছেন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও আলো ছড়িয়েছেন এ পেসার। তার উপর আস্থা রেখেই দল সাজিয়েছে লঙ্কান বোর্ড। দেশের জার্সি গায়ে ৪৮ ওয়ানডে আর ২০টি টি-টোয়েন্টি খেললেও টেস্ট ম্যাচে অভিষেকের অপেক্ষায় রয়েছেন পেরেরা।

১২ আগস্ট গলে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হবে। ২০ আগস্ট কলম্বোর পি সারা স্টেডিয়ামে সাঙ্গাকারার বিদায়ী ম্যাচে মাঠে নামবে লঙ্কানরা। আর সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কা দলঃ অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কুশল সিলভা, দিমুথ করুনারত্নে, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গা, জিহান মোবারক, কুশল পেরেরা, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, থারিন্ডু কৌশল, নুয়ান প্রদীপ, ধাম্মিকা প্রসাদ, বিশ্ব ফার্নান্দো, দুষমন্ত চামিরা (ফিটনেস সাপেক্ষে)।

ভারত দলঃ বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, বরুণ অ্যারন।

সর্বশেষ আপডেটঃ ১২:১২ অপরাহ্ণ | আগস্ট ০৮, ২০১৫