| রাত ১০:৩১ - রবিবার - ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

হালুয়াঘাটে ফেন্সিডিলসহ আটক -১

আনছারুল হক রাসেল ঃ৫ আগস্ট ২০১৫, বুধবার:

ময়মনসিংহের হালুয়াঘাটে ২৭ বর্ডার গার্ডের অধিনে তেলিখালী সীমান- ফাঁড়ীর নায়েক আশরাফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের বিত্তিতে লক্ষীকুড়া গ্রামের মুনসুর আলীর পুত্র হারুন অর রশিদ (৪২) কে ৬ বোতল ফেন্সিডিলি সহ আটক করতে সক্ষম হয়েছে। জানা যায় গত ২৭ জুলাই তেলিখালী সীমান- ফাঁড়ী হালুয়াঘাট থানার মেইন পিলার ১১১৯ এর ৮ এস হইতে ১২০০ গজ বাংলাদেশের অভ্যন-রে টহলরত বোয়ালিয়াকোনা নামক স’ানে ২/৩ জন মাদক ব্যবসায়ী বর্ডার গার্ডের উপসি’তি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় হারুন অর রশিদকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। এসময় আটককৃত হারুন অর রশিদের দেহ তল্লশী করে পেন্টের পকেট থেকে ১ বোতল ও কাপরের ব্যাগ থেকে ৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ২৪০০ টাকা বলে যানা জায়। ঘটনাস’লে স্বাক্ষীদের মোকাবেলায় হারুন অর রশিদ জানায় তার সাথে উপজেলার ভাড়ালিয়াকোনা গ্রামের মৃত হজরত আলীর পুত্র মোঃ রবিজুল ইসলাম (৪৫) সহ সোবাহান, তোফাজ্জল, রেজ্জাক, সাইফুল, আব্দুল খালেক ও আব্দুল কাদেরের নিকট হতে ফেন্সিডিল সংগ্রহ করে ময়মনসিংহের ভিন্ন এলাকায় বিক্রয় করে। এদের পিতার নাম না জানলেও তারা সীমান-বর্তী ঝলঝলিয়া গ্রামে বসবাস করে বলে জানায়। আটককৃত হারুন অর রশিদের বিরুদ্ধে নায়েক আশরাফুল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫ বি ধারায় হালুয়াঘাট থানায় একটি মামলা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১০:১৩ অপরাহ্ণ | আগস্ট ০৫, ২০১৫