| রাত ১১:১৯ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপু্‌রে ক্যারি অন সিস্টেম পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, অনশন, ধর্মঘট ও মানব বন্ধন

মহিউদ্দিন লিটন,বাজিতপুর (কিশোরগঞ্জ),৫ আগস্ট ২০১৫, বুধবার:

সারাদেশের সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যয়নরত শিক্ষার্থীরা গত ১ আগষ্ট থেকে ৫ আগষ্ট সহ অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন, অনশন, ধর্মঘট ও মানব বন্ধন কর্মসূচী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৩ আগষ্ট থেকে বুধবার পর্যন্ত বাজিতপু্‌র উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ২-৩ শত শিক্ষার্থী ক্যারি অন সিষ্টেম চালুর দাবিতে ক্লাস বর্জন, ধর্মঘট, ও মানব বন্ধন কর্মসূচী মেডিকেল ক্যাম্পাসে পালন করে আসছে। বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা জানান ,১জন শিক্ষার্থী ১ম পেশাগত যোগ্যাতার অর্জন করার পরেই ২য় পেশাগত পরিক্ষায় যাবতীয় ক্লাসে অংশগ্রহণ করার জন্য অনুমোধন প্রাপ্ত হতো। কিন্তু এই কারিকুলামে পেশাগত পরিক্ষায় ছিল ৩টি এবং ১জন শিক্ষার্থী উত্তীর্ণ না হলেও প্রথম পেশাগত পরিক্ষায় সাপ্লিমেন্টারীতে (৬মাস পর অনুষ্ঠিত যে পরিক্ষার মাধ্যম খারাপ ফলাফল করার বিষয়ে পুনরায় পরিক্ষায় দিতে হয়) কৃতকার্য হলে তার শিক্ষাবর্ষ পিছিয়ে পড়ত না। কিন্তু বর্তমানে নবগঠিত ব্যাচের একাডেমিক কার্যক্রমে সুস্পষ্ট দিক নির্দেশনা উল্লেখ নেই। এই দিকে নতুন পদ্ধতির কারণে সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজ তীব্র আবাসন সংকট ও অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সব ফলশ্রুতিতে হাসপাতালে প্রায় ২হাজার ইন্টার্ণ সংকট দেখা দেওয়া সম্ভাবনা রয়েছে।অন্যদিকে বি.সি.এস পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পারায় চিকিৎসা সংকটে পড়বে গ্রামাঞ্চলের লক্ষ লক্ষ মানুষ।তাই এই সংকট সমাধানের জন্য দেশের সচেতন নাগরিক, মেডিকেলের শিক্ষার্থী ও সরকার কে এগিয়ে আসতে হবে ।

 

 

সর্বশেষ আপডেটঃ ১:৫৯ অপরাহ্ণ | আগস্ট ০৫, ২০১৫