| রাত ১:২৩ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে বৃক্ষরোপন ও বৃক্ষমেলা শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি ● ৪ আগস্ট ২০১৫, মঙ্গলবার:
কিশোরগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। আজ  মঙ্গলবার সকালে এ উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত কৃষি মেলায় গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক জিএসএম জাফরউলস্নাহ, জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায়, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরম্নল ইসলাম প্রমুখ। কৃষি বিভাগ, বন বিভাগ ও জেলার ব্যক্তি মালিকানাধীন নার্সারিগুলোর সমন্বয়ে আয়োজিত বৃড়্গমেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিলস্নুর রহমান। এতে ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষের স্টল ছাড়াও বিভিন্ন প্রযুক্তির স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যনত্ম মেলা খোলা থাকবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৬:১৫ অপরাহ্ণ | আগস্ট ০৪, ২০১৫