| রাত ১০:০১ - রবিবার - ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

হালুয়াঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৫ পালিত

 

আনছারুল হক রাসেল ঃ :০৩ আগস্ট ২০১৫, সোমবার,

হালুয়াঘাট এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৫ (০১-০৭ আগষ্ট) উদ্‌যাপন উপলক্ষ্যে গ্রাম পর্যায়ে আয়োজন করা হচ্ছে র‌্যালী, আলোচনা সভা, সাস্কৃতিক অনুষ্ঠান, কুইজসহ বিভিন্ন সমাবেশ ও উঠান বৈঠক। তার অংশ হিসেবে গতকাল হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজন করা হয় র‌্যালী। উক্ত র‌্যালীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আউয়াল। র‌্যালীটি রং বেরং এর ফ্যাস্টুন বিভিন্ন স্লোগানে উৎসব মুখর হয়ে উঠে। র‌্যালী শেষে শুরু হয় আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় শাল দুধের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ওয়ার্ল্ড বিশন প্রতিনিধি স্বাস্থ্য প্রকল্প ব্যবস্থাপক আব্রাহাম লিংকন। মায়ের দুধের উপকারিতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচ ও ডাঃ লিয়াকত আলী খান। এছাড়াও উপসি’ত ছিলেন হালুয়াঘাট এডিপির স্বাস্থ্য প্রকল্পের প্রজেক্ট অফিসার অনিতা রেমা ও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র‌্যালী ও আলোচনা অনুষ্ঠান শেষে কৈচাপুর ইউনিয়নের ছোটদাসপাড়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে আয়োজন করা হয় বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে গানের মাধ্যমে জনগনের মাঝে মাতৃদৃগ্ধ সপ্তাহের গুরুত্ব তুলে ধরা হয়। উক্ত অনুষ্ঠানে উপভোগ করতে বিভিন্ন গ্রাম হতে শত শত জনগন সমবেত হয়। এবারের মাতৃদুগ্ধ সপ্তাহের মূলসুর ছিল “ কাজের মাঝে শিশু করবে মায়ের দুধ পান, সবাই মিলে সবখানে করি সমাধান”।

সর্বশেষ আপডেটঃ ৭:১১ অপরাহ্ণ | আগস্ট ০৩, ২০১৫