তুরস্কে বোমা হামলায় নিহত ২ নিরাপত্তাকর্মী

অনলাইন ডেস্ক, ২ আগস্ট ২০১৫, রবিবার:
তুরস্কে নিরাপত্তা বাহিনীর একটি ফাঁড়িতে আত্মঘাতী বোমা হামলায় দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন।
দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ আগ্রি’র দগুবায়েজিদ জেলায় অবস্থিত ওই ফাঁড়িতে শনিবার দিনগত রাতে এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
রোববার (০২ আগস্ট) আগ্রি প্রদেশের গভর্ণর অফিসের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।
গভর্ণর অফিস জানায়, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এ হামলার ঘটনা ঘটিয়েছে। হামলাকারী দুই টন বিস্ফোরকবাহী একটি ট্রাক্টরে ওই ফাঁড়ির সামনে এসে বিস্ফোরণের ঘটনা ঘটায়।
প্রসঙ্গত, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির কারাবন্দী নেতা আবদুল্লাহ ওকালানের মুক্তির দাবিতে আন্দেলন করে আসছে দলটি।