| রাত ১:১৯ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তুরস্কে বোমা হামলায় নিহত ২ নিরাপত্তাকর্মী

অনলাইন ডেস্ক, ২ আগস্ট ২০১৫, রবিবার:

তুরস্কে নিরাপত্তা বাহিনীর একটি ফাঁড়িতে আত্মঘাতী বোম‍া হামলায় দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন।

দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ আগ্রি’র দগুবায়েজিদ জেলায় অবস্থিত ওই ফাঁড়িতে শনিবার দিনগত রাতে এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

রোববার (০২ আগস্ট) আগ্রি প্রদেশের গভর্ণর অফিসের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।

গভর্ণর অফিস জানায়, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এ হামলার ঘটনা ঘটিয়েছে। হামলাকারী দুই টন বিস্ফোরকবাহী একটি ট্রাক্টরে ওই ফাঁড়ির সামনে এসে বিস্ফোরণের ঘটনা ঘটায়।

প্রসঙ্গত, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির কারাবন্দী নেতা আবদুল্লাহ ওকালানের মুক্তির দাবিতে আন্দেলন করে আসছে দলটি।

সর্বশেষ আপডেটঃ ১:৫৫ অপরাহ্ণ | আগস্ট ০২, ২০১৫