| রাত ১০:২৩ - শুক্রবার - ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীয়ায় জাটকা ধ্বংস ও জরিমানা

আ. জব্বার, ফুলবাড়ীয়া :  আজ বৃহস্পতিবার ফুলবাড়ীয়ায় মৎস্য আড়ৎ থেকে জাটকা ক্রয়ের দায়ে এক মাছ ব্যবসায়ীকে ১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ছোট মাছে ফরমালিন পাওয়ায় ৩০কেজি মাছ মাটির নিচে পুতে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) আফরোজা আখতার। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেছা উপসি’ত ছিলেন। এদিকে মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে একই দিন বেলা ১২টায় গণ মাধ্যম ব্যক্তিদের সাথে মত বিনিময় সভা করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেছা। সপ্তাহের বিভিন্ন কর্মসূচী সাংবাদিকদের সামনে তুলে ধরে সহযোগিতা কামনা করা হয়। এছাড়া তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। এসময় সহকারী মৎস্য কর্মকর্তা দৌলত উলস্নাহ মোরাদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৮:২২ অপরাহ্ণ | জুলাই ৩০, ২০১৫