| ভোর ৫:৪৪ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সরকারী চাকরির পেছনে না ঘুরে আত্মনির্ভরশীল কাজ করতে হবে – বৃক্ষমেলা উদ্বোধনকালে ধর্মমন্ত্রী

লোকলোকান্তর ডেক্সঃ  উন্নত দেশ গড়তে সরকারী চাকরির পেছনে না ঘুরে আত্মনির্ভরশীল কাজ করার জন্য যুব সমাজের প্রতি আহবান জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান । আর স্বাবলম্বী হতে হলে শিক্ষিত হওয়ার কোনো বিকল্প নেই।
মঙ্গলবার সকালে বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ময়মনসিংহ শহরের টাউন হলে ৭দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধনকালে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এসব কথা বলেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী । র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন, বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলতাবুর রহমান প্রমুখ । মেলায় বিভিন্ন প্রজাতির গাছের স্টল রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১:৪৩ পূর্বাহ্ণ | জুলাই ২৯, ২০১৫