| সকাল ১১:১১ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে চার খুন ঘটনায় খুনীদের ফাঁসির দাবিতে সহপাঠীদের মানববন্ধন

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ২৭ জুলাই ২০১৫, সোমবার:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের পশ্চিম বাঁশাটি গ্রামে গত ০৩ জুলাই/১৫ দিবাগত রাতে পিতা বিল্লাল মিস্ত্রী তার পুত্র ফরিদ,হিমেল ও পাভেলকে জবাই করে হত্যা করে তাদের চাচা ও চাচাত ভাইয়েরা। তম্মধ্যে পাভেল ও হিমেল ছিল বাঁশাটি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র । সহপাঠিদ্বয়ের খুনীদের ফাঁসির দাবীতে আজ সোমবার (২৭ জুলাই) সকাল ১১ টায় বাঁশাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র/ছাত্রী ও এলাকাবাসী নান্দাইল -কেন্দুয়া সড়কের বাঁশাটি বাজার এলাকায় প্রায় ১ কিলোমিটার রাস্তা অবরোধ করে এক মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক ভ’ইয়া, চন্ডীপাশা ইউপিঃ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক ভূইয়া, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনামূল হক বাবুল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভ’ইয়া প্রমূখ। সমাবেশে বক্তারা অবিলম্বে খুনীদের ফাঁসি ও নিহত বিল্লাল মিস্ত্রীর পরিবারের পূণর্বাসন দাবী করেন।#

সর্বশেষ আপডেটঃ ৬:২৫ অপরাহ্ণ | জুলাই ২৭, ২০১৫