| রাত ১:১৭ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ত্রিশালে হালনাগাদ ভোটার তালিকা কাল থেকে শুরু

 

এইচ.এম জোবায়ের হোসাইন, ত্রিশাল, ২৪ জুলাই ২০১৫, শুক্রবার,

সারা দেশের ন্যায় ময়মনসিংহের ত্রিশালেও নতুন ও বাদ পড়া ভোটার নিয়ে হালনাগাদ ভোটার তালিকার কাজ  শনিবার থেকে শুরু হবে। এ বিষয়ে সভা ও প্রশিক্ষণও ইতিমধ্যেই শেষ করেছে স’ানীয় নির্বাচন অফিস।

শনিবার (২৫ জুলাই) থেকে ১০ আগষ্ট সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যত্ম বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে বলেও নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।
প্রথম ধাপে ১১ আগষ্ট হতে ১ সেপ্টেম্বর পর্যত্ম ২১ দিন ভোটার তালিকার ছবি তুলা হবে। যাদের জন্ম ১.১.২০০০ এর আগে তাদের ২২ অক্টোবর হতে ২ ডিসেম্বর পর্যত্ম এবং দ্বিতীয় ধাপে ছবি তোলা ও নিবন্ধন করা হবে। এ জন্য তারা জাতীয় পরিচয়পত্র পেলেও ১৮ বছরের আগে ভোটার হবে না।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ  শুক্রবার শেষ হয়েছে। চলছে প্রচারাভিযান, যথা সময়ে কাজ শুরম্ন হবে। এখন কেউ স্থানাত্মর হতে চাইলে সেই কাজটিও করা যাবে।

সর্বশেষ আপডেটঃ ৭:২৯ অপরাহ্ণ | জুলাই ২৪, ২০১৫