| বিকাল ৪:৪৪ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তামিমের ফিফটিতে বাংলাদেশ ঘুরে দাঁড়ালো

অনলাইন ডেস্ক, ২২ জুলাই ২০১৫, বুধবার:

চট্টগ্রাম টেস্টে আজকের দ্বিতীয় দিনের শুরুর বিপদ কাটিয়ে উঠেছে বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় সেশনের খেলায় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট ১৩৪ রান। সফরকারী দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে করা ২৪৮ রানের চেয়ে এখনও তারা ১১৪ রানে পিছিয়ে আছে। ২৪৮ রান সামনে নিয়ে আজ বিনা উইকেটে ৭ রানে ব্যাটে নামে বাংলাদেশ। কিন্তু ৫৫ রানের মধ্যে ইমরুল কায়েস (২৬) ও মুমিনুল হককে (৬) হারিয়ে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। কিন্তু তৃতীয় উইকেটে বাংলাদেশকে বড় সংগ্রহের পথ দেখাচ্ছেন তামিম ও মাহমুদুল্লাহ। ৭৯ রানের জুটি গড়ে তারা অবিচ্ছিন্ন আছেন। তামিম ক্যারিয়ারের ১৮তম টেস্ট ফিফটি করে ৫৫ ও মাহমুদুল্লাহ ৪১ রানে অপরাজিত আছেন।
এর আগে গতকাল মুস্তাফিজুর রহমানের ৪ ও যুবায়ে হোসেনের ৩ উইকেটে প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে যায় সফরকারী দক্ষিণ আফ্রিকা।

সর্বশেষ আপডেটঃ ২:০০ অপরাহ্ণ | জুলাই ২২, ২০১৫