| রাত ১১:৩৭ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইমরুল-মুমিনুলের আউটে ছন্দপতন

অনলাইন ডেস্ক, ২২ জুলাই ২০১৫, বুধবার:

দুই ওপেনারের দৃঢ়তায় চট্টগ্রাম টেস্টে দিন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ওপেনার ইমরুল কায়েস আউট হলে ছন্দপতন হয় সেই ব্যাটিং  দৃঢ়তায়। এর পর দলের দায়িত্ব নিতে এসে মুমিনুল হক মাত্র ছয় রান করে হারমারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন । ৪৫ রানে দল কোন উইকেট না হারালেও  স্কোর বোর্ডে আরও ১০টি রান যোগ হতেই বাংলাদেশ হারায় দুটি উইকেট। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন সকাল  দায়িত্বশীল ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। আগের দিন শেষ বিকেলে এই দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের জবাব দিতে  নেমে ২ ওভারে কোন উইকেট না হারিয়ে ৭ রান করে সংগ্রহ করেছিল। দ্বিতীয়  দিন সকালে খেলা শুরু হলে এই জুটিতে যোগ হয়েছে ৪৫ রান। কিন্তু তখনই দারুণ খেলতে থাকা ওপেনার ইমরুল কায়েস শিকার হন স্টাম্পিংয়ের। ২৬ রান করে ভেন জিলের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। তবে অন্যপ্রান্ত এখনও আগলে রেখেছেন তামিম ইকবাল। তার সংগ্রহ ৩৮ বলে ১৪ রান। বাংলাদেশের সংগ্রহ ২২ ওভারে ৫৬  রান ২ উইকেট হারিয়ে। বাংলাদেশ দল এখনও পিছিয়ে আছে ১৯৩ রানে। এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন টাইগারদের দূর্দান্ত বোলিংয়ে  প্রোটিয়াদের প্রথম ইনিংস গুটিয়ে গিয়ের ছিল ২৪৮ রানে।

সর্বশেষ আপডেটঃ ১:১৫ অপরাহ্ণ | জুলাই ২২, ২০১৫