| রাত ২:১৯ - সোমবার - ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিরাজগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫, আহত ৫০

অনলাইন ডেস্ক, ১৯ জুলাই ২০১৫, রোববার,

সিরাজগঞ্জে দুটি কোচের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ১৫ যাত্রী নিহত ও ৫০ যাত্রী নিহত হয়েছে। আজ ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মূলিবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। তাৎক্ষনিক হতাহতদের পরিচয় মেলেনি। বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, চট্রগ্রাম থেকে বগুড়াগামী সাবিবর হোসেন পরিবহন ও সৈয়দপুর থেকে ঢাকাগামী কোচ দুটি ঘটনাস্থলে পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় কোচের চালকসহ ১২জনের মৃত্যু হয়। আহত হয়েছে অন্তত ৫০জন। ঘটনার পর সেতু বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথ ভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়। সংবাদ পেয়ে জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ও সেতু বিভাগের ট্রাফিক ম্যানেজার লেঃ কমোডর মুজাহিদ উদ্দিন ঘটনাস্থল ও সদর হাসপাতাল পরিদর্শন করেন।  আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল, শহরের কমিউনিটি ক্লিনিক, আভিসিনা ক্লিনিক, মেডিনোভা ক্লিনিক, মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অভিসার ফরিদুল ইসলাম জানান, সকাল ৭টা পর্যন্ত সদর হাসপাতালে ১৪টি লাশ পৌছেছে এবং ২৫জনকে ভর্তি করা হয়। জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, নিহতদের লাশ পরিবহনের জন্য জনপ্রতি ১০হাজার করে টাকা প্রদান করা হবে। আহতরা যাতে প্রয়োজনীয় চিকিৎসা পায় সে বিষয়টি মনিটরিং করা হচ্ছে। সদর হাসপাতালে বাইরেও শহরের কয়েকটি ক্লিনিকে রোগী ভর্তি করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১:৩৬ অপরাহ্ণ | জুলাই ১৯, ২০১৫