| সকাল ১১:২৫ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৫

অনলাইন ডেস্ক,  ১৮ জুলাই ২০১৫, শনিবার,
সিরাজগঞ্জে ঈদে ঘরে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নারী-পুরুষ ও শিশু সহ ৫জনের মৃত্যু হয়েছে। এসময় অন্ততর ২০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কাশেম মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তাৎক্ষনিক ৩ জনের পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় মেলেনি। এরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিরাহিমপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী শিরিন আকতার (২৮), একই উপজেলার বদিয়াপাড়ার জুয়েল হোসেনের ছেলে নিরব (৬) ও সোনাইডাঙ্গা গ্রামের হারুনর রশিদের ছেলে আপেল (৩২)। আহতদের উদ্ধারের পর অন্তত ১৫জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, গার্মেন্টসের শ্রমিকদের ঢাকার চান্দুরা থেকে বাসটি গাইবান্ধা যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজি চালিত অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি উল্টে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। ঘটনাস্থলেই ৪ জন এবং হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেন। অতিরিক্ত পুলিশ সুপার ইউসুফ আলী ৭টার দিকে ঘটনাস্থল থেকে জানান, ফিটনেস বিহীন বাসটি রেকার দিয়ে তোলার সময় ভেঙ্গে যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পাড়ে।

সর্বশেষ আপডেটঃ ১:৫৭ অপরাহ্ণ | জুলাই ১৮, ২০১৫