| বিকাল ৫:০৬ - সোমবার - ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আছিমে বিদ্যুৎ স্পর্শে ৪র্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু

আব্দুস ছাত্তার, ফুলবাড়ীয়া ঃ ১৭ জুলাই ২০১৫, শুক্রবার,

আজ শুক্রবার সকাল ৭টার দিকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী শাহিদা আক্তার বিদ্যুৎ স্পর্শে মর্মানিত্মক মৃত্যু হয়েছে।
প্রত্যড়্গদর্শীরা জানিয়েছেন, বিশ্বাস পোল্টি এন্ড ফিস ফিড লিঃ এ সকালে আব্দুল কদ্দুছ এর ছোট মেয়ে শাহিদা আক্তার মরা মাছ কুড়াতে গেলে বিদ্যুৎ তারে জড়িয়ে ঘটনাস’লেই তার মৃত্যু হয়। তারা আরও জানান, অনেকবার বলা হয়েছে তারপরও মালিক এসব কিছুই শোনে না। শিয়াল মারার জন্য এগুলোতে লাইন দিয়ে রাখা হয়েছে। কতৃপড়্গ জানিয়েছেন আমরা দিনের বেলায় লাইন রাখি।
এ ব্যাপারে পরিচালক মিনহাজুল জানান, প্রতিদিন আমরা লাইন দেই আবার ভোরে বন্ধ করে দেয়া হয়। আজকের ঘটনা একটি নিছক দূর্ঘটনা মাত্র।

সর্বশেষ আপডেটঃ ৪:৫০ অপরাহ্ণ | জুলাই ১৭, ২০১৫