| সকাল ৮:৪৩ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মাশরাফিরও ২০০ উইকেট

অনলাইন ডেস্ক, ১৬ জুলাই ২০১৫, বৃহস্পতিবার:

চট্টগ্রামে ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফির বিন মুর্তজার অভিষেক। এম এ আজিজ স্টেডিয়ামে নিজের দ্বিতীয় ওভারেই গ্রান্ট ফ্লাওয়ারকে সরাসরি বোল্ড করে প্রথম উইকেট তুলে নেন। শুধু তাই নয় সেই ম্যাচেই আরেক ভাই এন্ডি ফ্লাওয়ারকে ক্যাচ আউট করেন তিনি। অভিষেকই দুই উইকেট নিয়ে যাত্রা শুরু করেছিলেন নড়াইল এক্সপ্রেস। এরই  মধ্যে কেটে গেছে ১৪টি বছর। ইনজুরি সঙ্গে লড়তে লড়তে মাশরাফি  যেন দলের মেহমান হয়ে গিয়েছিলেন। কিন্তু সব কিছুকে জয় করে এবার দলে ফিরেছেন আধিনায়ক হয়েই। বল হাতেও চলছে তার দূর্দান্ত এগিয়ে চলা। গতকাল নিজের নামের পাশে যুক্ত করলেন অরেকটি মাত্রাও। দেশের হয়ে তৃতীয় বাংলাদেশী হিসেবে নিয়েছেন ২’শটি উইকেট। একই ম্যাচে তার আগেই দ্বিতীয় বাংলাদেশী হিসেবে সাকিবও ছুঁয়েছেন ২’শ উইকেটের মাইলফলক।
২’শ  থেকে ২ উইকেট দূরে  ছিলেন  সাকিব আল হাসান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শুরুর আগে একই মাইলফলক ছোঁয়ার দৌড়ে এগিয়েছিলেন ছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৯৯ উইকেট নিয়ে এই ম্যাচ শুরু করেছিলেন বাংলাদেশর অধিনায়ক। কিন্তুপ্রথম স্পেলে মাত্র ২ ওভার  বোলিং করেই তিনি সাকিবকে আক্রমনে নিয়ে আসেন।   সুযোগ পেয়ে সাকিবও এক এক করে দুটি উইকেট তুলে নিয়ে মাশরাফির আগেই ছুঁয়ে ফেলেন ২’শ উইকেটের মাইল ফলক। কিন্তু দ্বিতীয় স্পিলে ফিরেই মাশরাফিও ছুঁয়ে ফেলেন সাকিব আল হাসানকে। ৫০ রানে ৪ উইকেট হারানোর পর মিলার ও ডুমেনি মিলে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে ৭৮ রানের সময় বৃষ্টি শুরু হয়। এরপর কার্টেল ওভারে ম্যাচ শুরু হয়ার দ্ধিান্ত নিলে ম্যাচের জন্য নির্ধারন করা হয় ৪০ ওভার। মাঠে নেমে মিলার ও ডুমেনির জুটি দ্রুত গতিতে রান তুলনে শুরু করেন। ৫১ বলে ৪৪ করা মিলার ধিরে ধিরে যখন ভঙ্কর হচ্ছিলেন ঠিক তখনই অধিনায়কই এই জুটি ভাঙ্গেতে এগিয়ে আসেন। মিলার মাশরাফির বলে জোরে ব্যাট চালান। বলটি ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে যখন সীমার বাইরে চলে যাচ্ছিল ঠিক তখনই এক দিকে বেঁকে দূর্দান্ত ভাবে ঝাপিয়ে পড়ে ক্যাচ ধরেন সাব্বির রহমান রুম্মান। অবশ্য এর আগে তিনি হাশিম আমলার  ক্যাচ ফেলেছিলেন। এই উইকেটে পাওয়ার পর একই বিভাগের স্পিনার রাজ্জাক ও সাকিবের পর পেসার হিসেবে মাশররফিই প্রথম  দেশের হয়ে ওয়ানডেতে শিকার করণে ২’শ উইকেট।

 

সর্বশেষ আপডেটঃ ১২:৫২ অপরাহ্ণ | জুলাই ১৬, ২০১৫