| সকাল ১০:৪৬ - বুধবার - ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগ শিশুদের মাঝে জামা বিতরণ

 এএইচএম মোতালেবঃ ১৫ জুলাই ২০১৫, বুধবার :  

জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী গতকাল সদর উপজেলার চুরখাই বনগ্রাম আবাসন প্রকল্পে বসবাসকারী শিশুদের জন্য ৯০টি পরিবারে প্রায় দু’শতাধিক শিশুদের ঈদ উপহার বিতরণ করেন। জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিজস্ব তহবিল থেকে এ ধরনের প্রথম উদ্যোগ গ্রহন করা হয়। ৯০টি পরিবারের প্রায় দু’শতাধিক শিশুদের মধ্যে ঈদের জামা বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন উর-রশিদ, নির্বাহী ম্যজিস্ট্রেট বিভিশন দাস, ম্যজিস্ট্রেট আল-ইমরান, ম্যজিস্ট্রেট আল-আমীন, ছাড়াও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন উপসি’ত ছিলেন। উল্লেখ্য যে এ ধরনের প্রশংসনীয় উদ্যোগ জেলা প্রশাসন থেকে এ প্রথম যা জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী প্রশংসার দাবী রাখে। একজন মহিলা ৩০ বছর বয়সী মহিলা তার সন-ানদের জামা দেয়ায় আনন্দে কেঁদে ভাঙ্গাস্বরে বলেন তাঁর স্বামী অসুস’্য থাকায় কোন কাজে যেতে পারছে না। বচ্চারা ঈদের জামার জন্য কান্না করছে। এমন সময় তাঁর সন-ানের হাতে নতুন জামা আনন্দের সাগরে পরিনত করেছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৮ অপরাহ্ণ | জুলাই ১৫, ২০১৫