| রাত ৯:৪৫ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

অনলাইন ডেস্ক, ১৫ জুলাই ২০১৫, বুধবার : 

 রাজশাহীতে একইদিনে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় সাত জন নিহতসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।  বুধবার সকাল সাড়ে ৬টা থেকে সোয়া ১১টার মধ্যে নগরীর মতিহার থানার মোসলেমের মোড়, পুঠিয়া উপজেলার বানেশ্বর ও মোহনপুরের কেশরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৬টার দিকে নগরীর মোসলেমের মোড়ে নওদাপাড়াগামী ট্রাক একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে জয়নাল নামে এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। এরপর সকাল সাড়ে ৭টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহতারা হলেন- নাচোল উপজেলা সদরের হোসেন আলীর ছেলে নাজমুল হক (৪৫) ও নাচোল উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪০)।
অপরদিকে বেলা সোয়া ১১টায় মোহনপুরের কেশরহাট এলাকায় ভুটভুটি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন মোহনপুর থানা ওসি আবদুল হালিম।

সর্বশেষ আপডেটঃ ৮:০৯ অপরাহ্ণ | জুলাই ১৫, ২০১৫