| বিকাল ৩:২৩ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

এবার ভারতের টিভি সিরিয়ালের কিরণমালা কেড়ে নিল স্কুল ছাত্রীর প্রাণ

আজহারম্নল হক, গফরগাঁও ঃ ১১ জুলাই ২০১৫, শনিবার:
ময়মনসিংহের গফরগাঁওয়ে এবার ভারতের টিভি সিরিয়াল ষ্টার জলসার কিরণ মালার পোষাক না পেয়ে ছিপান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করে। এ ঘটনায় স্কুল ছাত্রীর চাচা আবু হানিফা বাদী হয়ে গফরগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে যায়, গত শ্রক্রবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের পড়শীপাড়া গ্রামের মুর্শেদ মিয়ার ১০ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে মুর্শিদা খাতুন মুন্নী (১৫) ভারতের টিভি সিরিয়াল ষ্টার জলসার কিরণ মালার পোষাক না পেয়ে মায়ের সাথে অভিমান করে বসত ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করে।
মুন্নীর মা পারভীন আক্তার জানান, শুক্রবারের মধ্যে কিরন মালা জামা কিনে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল মেয়ে মুন্নী। ঈদের পূর্বেই তার পছন্দের জামা কিনে দেয়ার আশ্বাস দিলেও সে মানতে রাজি হয়নি। পরে তারাবির নামাজের সময়ই সে আত্মহত্যার ঘটনা ঘটায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান বলেন, খোঁজ নিয়ে জানতে পারি ভারতীয় টিভি সিরিয়ালের কিরণমালা জামা কিনে না দেয়ায় ওই স্কুল ছাত্রী অভিমানে আত্মহত্যা করে।

সর্বশেষ আপডেটঃ ১১:১৭ অপরাহ্ণ | জুলাই ১১, ২০১৫