ফুলবাড়ীয়ায় টাকা লেনদেনের ঘটনায় ১জন খুন ঃ ঘাতক আটক

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ১১ জুলাই ২০১৫, শনিবার:
উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়নের সুপেরপাড় গ্রামে এলোপাথারী ধারালো কুড়ালের কুপে ফয়জুল হক (৩৫) নামের এক যুবক খুন হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে বারোটার দিকে প্রতিবেশী বিধবা রাশিদা বেগমের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত ফয়জুল হক একই গ্রামের ঈমান আলীর পুত্র।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদনেত্মর জন্য থানায় নিয়ে আসে। নিহতের বোন মোমেনা খাতুন জানায়, প্রতিবেশী রাশিদার ভাইয়ের সাথে ফয়জুলের পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে ফয়জুলকে রাশিদার ভাই বাড়ি থেকে ডেকে নিজ বাড়িতে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব জানায়, টাকা লেনদেনের জেরধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনার প্রধান আসামী রাশিদাকে গ্রেফতার করা হয়েছে।