| রাত ২:০৪ - মঙ্গলবার - ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি

গফরগাঁও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সৈনিক সংস্থা

গফরগাঁও প্রতিনিধি। ৯ জুলাই ২০১৫, বৃহস্পতিবার:
ময়মনসিংহের গফরগাঁওয়ে এস.এসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে পুরস্কার প্রদান করে উপজেলা প্রাক্তন সৈনিক সংস্থা।
জানা যায়, গত বুধবার পৌর এলাকার কাদের কমিউনিটি সেন্টারে ইফতার পরবর্তী এক অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা সৈনিক সংস্থার সদস্যদের পরিবার থেকে এ বছর এসএসসি ও অন্যান্যে পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৬ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সভাপতি অবঃ সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুল আহসান হাবিব ও বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন সোহান। এ সময় অন্যদের মধ্যে উপসি’ত ছিলেন সৈনিক সংস্থার সাধারন সম্পাদক অবঃ কর্পোরাল সোহেলুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক অবঃ লেন্স কর্পোরাল আঃ রশিদ , অবঃ কর্পোরাল আজিজুল হক প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৯:৩০ অপরাহ্ণ | জুলাই ০৯, ২০১৫