| সন্ধ্যা ৬:৫৪ - রবিবার - ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি

ইতালির সাবেক প্রধানমন্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক, ৯ জুলাই ২০১৫, বৃহস্পতিবার:

এক সিনেটরকে ঘুষ প্রদানের দায়ে ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের সিলভিও বার্লুসকোনিকে ৩ বছরের কারাদ- দিয়েছে দেশটির নেপলসের একটি আদালত। ২০০৬-০৮-এর মধ্যবামপন্থী সরকারকে অস্থিতিশীল করার লক্ষে বার্লুসকোনি ওই ঘুষ দেন। কিন্তু ৭৮ বছর বয়সী বার্লুসকোনির এ সাজা ভোগ করতে হবে না। কেননা, মামলার সীমাবদ্ধতা সংবিধি চুড়ান্ত রায় প্রদানের আগেই শেষ যাবে। এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি। কৌঁসুলি হেনরি জন উডকক বলেন, এটি ভালো একটি বিচার ছিল। কিন্তু মেয়াদ উর্ত্তীর্ন হবার নিকটবর্তী তারিখটিই উদ্দীপনা নষ্ট করে দিয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, মধ্যসত্বভোগীর মাধ্যমে সিনেটর সার্জিও দ্য গ্রেগরিকে ৩৩ লাখ ডলার ঘুষ দেন বার্লুসকোনি। তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোডির জোট সরকার থেকে বের হয়ে যেতে সার্জিও দ্য গ্রেগরিকে এ ঘুষ দেয়া হয়। এরপর জোট সরকার দুর্বল হয়ে পড়ে। মাত্র দুই বছরের মাথায় ২০০৮ সালে ভেঙ্গে পড়ে প্রোডির সরকার। এরপর যে নির্বাচন হয়, সেখানে জয় লাভ করেন বার্লুসকোনির মধ্যডানপন্থী ফোর্জা ইতালিয়া দল। সেবার নির্বাচিত হয়ে বার্লুসকোনি তৃতীয় মেয়াদে ইতালির প্রধানমন্ত্রীত্ব লাভ করেন। সিনেটর সার্জিও দ্য গ্রেগরি ঘুষ গ্রহণের অভিযোগ স্বীকার করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৩০ অপরাহ্ণ | জুলাই ০৯, ২০১৫