| ভোর ৫:৫৪ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চীনে ঘূর্ণিঝড় ‘লিনফা’র আঘাত

অনলাইন ডেস্ক, ৯ জুলাই ২০১৫, বৃহস্পতিবার:

চীনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘লিনফা’। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে বৃহস্পতিবার (০৯ জুলাই) এটি আঘাত হানে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে আগে থেকেই গুয়াংডংয়ের রেলওয়ে সার্ভিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে উপকূলে মাছ ধরার ট্রলারগুলোকে তীরে ডেকে নেওয়া হয়।

প্রাদেশিক আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে) সাংহাই শহরে আঘাত হানে লিনফা। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৬ কিলোমিটার। ঘূর্ণিঝড়টির আঘাতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এছাড়া বুধবার (০৮ জুলাই) রাত থেকেই সাংহাই থেকে ১০০ কিলোমিটার দূরে শান্তোউ শহরে ঝড়ো হাওয়ার সঙ্গে মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৪:১৯ অপরাহ্ণ | জুলাই ০৯, ২০১৫